Wednesday, October 4, 2023
spot_img
Homeআন্তর্জাতিকপাকিস্তানে আনা হয়েছে পারভেজ মোশাররফের মরদেহ, দাফন হবে করাচিতে

পাকিস্তানে আনা হয়েছে পারভেজ মোশাররফের মরদেহ, দাফন হবে করাচিতে

দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ৭৯ বছর বয়সে মারা গেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। সোমবার তার মরদেহ পাকিস্তানে আনা হয়।  মঙ্গলবার করাচিতে তার দাফন হওয়ার কথা রয়েছে। দুবাই থেকে একটি বিশেষ বিমানে করে তার মরদেহ পাকিস্তানে আনা হয়। তার মরদেহের সঙ্গে ছিলেন স্ত্রী সেহবা মুশাররফ, পুত্র বিলাল ও মেয়ে আয়লা। 

আল-জাজিরার খবরে জানানো হয়েছে, করাচি গোরস্থানেই দাফন করা হবে সাবেক এই সামরিক শাসককে। তার পিতাকেও করাচিতেই কবর দেয়া হয়েছিল। এর আগে ২০১৬ সাল থেকে দুবাইতে বসবাস করতেন পারভেজ মোশাররফ। মৃত্যুর আগে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। ২০১৮ সালে প্রথম অ্যামিলোইডোসিস ধরা পড়ে তার। শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় গত ২০২২ সালের মে মাসের মাঝামাঝি দুবাইয়ের হাসপাতালে ভর্তি হন তিনি। 

১৯৯৯ সালে একটি রক্তপাতহীন ক্যু এর মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন তিনি।

উৎখাত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের গণতান্ত্রিক সরকারকে। অথচ এই শরীফই তাকে সামরিক বাহিনীর প্রধান করেছিলেন। মোশাররফ দুইবার পাকিস্তানের সংবিধান বাতিল করেছেন এবং তার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আফগানিস্তানে মার্কিন অভিযানে সমর্থন ও সহযোগিতা করার জন্য পাকিস্তানের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিন্দার মুখে পড়েছিলেন পারভেজ মোশাররফ। মার্কিন মিত্র হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments