দেখলে মনে হবে এটা একটা পুরুষের যৌ’নাঙ্গ। তবে আসলে এটা একটা মাছ। হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্র সৈকতে উঠে আসছে এমন হাজার হাজার মাছ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে ‘পে’নিস ফিশ’। জানা গেছে, এই মাছগুলো বাস করে সমুদ্রের একদম তলদেশে। তলদেশের অন্ধকার থেকে কেন এরা হঠাৎ সৈকতে ভেসে এসেছে তার সঠিক উত্তর এখনো পাওয়া যায় নি।
জীববিজ্ঞানীরা ধারণা করছেন, বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায়ই এই পে’নিস ফিশ উপরে উঠে এসেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক সমুদ্রের খাদ্যশৃঙ্খল ভেঙে পড়েছে। যেসবন প্রাণীকে আগে কখনো দেখা যায় নি তারাও খাবারের সন্ধানে নিজ নিজ জায়গা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে। তবে এই পে’নিস ফিশ মানুষের জন্য বিপজ্জনক নয়