তারকাদের পারিশ্রমিক নিয়ে সবসময়ই নানা ধরণের আলোচনা হচ্ছে। বলিউড তারকা অক্ষয় কুমার বর্তমানে সিনেমা প্রতি কখনও ৫০ কোটি আবার কখনও ১০০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন। যদিও গত বছর থেকে এখনও পর্যন্ত তার একটি ছবিও সাফল্যের মুখ দেখেনি, বক্স অফিসে শুধুই ব্যর্থতা। সাম্প্রতিক সময়ে পারিশ্রমিক কমাতেও রাজিও হয়েছেন অক্ষয়। অভিনেতার প্রথম ছবি প্রমোদ চক্রবর্তী পরিচালিত ‘দিদার’। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, এই ছবির জন্য ৫০ হাজার টাকা পারিশ্রমিক পান তিনি। যদিও তার‘সৌগন্ধা’ ছবিটি প্রথম মুক্তি পায়। ‘দিদার’ মুক্তির পর তার পারিশ্রমিক বেড়ে হয় ৭৫ হাজার টাকা। তিনি আরও জানান, অভিনয় জগতে প্রথম দশটা বছর তার বেশ কষ্টেই কেটেছে। সেই সময় ছবি পিছু আয় ছিল ১৮ থেকে ২০ লাখ টাকা।
গত বছর অক্ষয়ের মোট পাঁচটি ছবি মুক্তি পায়। ছবিগুলি বক্স অফিসে ফ্লপ করে। তাই অক্ষয়ের ছবি নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে থাকে। কিন্তু অক্ষয় তো থামতে জানেন না। নতুন বছরে ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধে ফিরে এসেছেন ‘সেলফি’ ছবিতে। তবে এ বারও অক্ষয়ের কপালে ব্যর্থতাই জুটেছে।