Saturday, December 9, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAপরমাণু সমঝোতায় পরিপূর্ণ প্রত্যাবর্তনেই সঙ্কটের সমাধান

পরমাণু সমঝোতায় পরিপূর্ণ প্রত্যাবর্তনেই সঙ্কটের সমাধান

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, পরমাণু সমঝোতায় সব পক্ষের পরিপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান হতে পারে। তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সাথে ইরানের সপ্তম দফা আলোচনা প্রসঙ্গে এ মন্তব্য করেছেন।

ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে পাশ্চাত্যের পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে প্রাইস বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সাথে ইরানের সাম্প্রতিক চুক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ও সন্তোষজনক পদক্ষেপ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিয়েনা সংলাপের অগ্রগতিকে অত্যন্ত ধীরগতির উল্লেখ করে বলেন, তবে আশার কথা হচ্ছে এই আলোচনা থেকে একটি ফল বের করে আনার জন্য চুক্তির খসড়া লেখার প্রস্তুতি চলছে।

এই অগ্রগতিকে ইতিবাচক আখ্যায়িত করা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিভিন্ন ইস্যুতে আমরা আবার জুন মাসের আলোচনায় যেখানে ছিলাম সেখানে ফিরে গেছি এবং সমঝোতায় পৌঁছার জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।
সূত্র : পার্সটুডে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments