Monday, December 11, 2023
spot_img
Homeআন্তর্জাতিকপরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম, তবে করব না: ইরান

পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম, তবে করব না: ইরান

ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে তবে তা করার কোনো ইচ্ছা নেই। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি সোমবার এ কথা বলেছেন বলে জানিয়েছে আধা-সরকারি ফারস বার্তা সংস্থা।

এসলামি জুলাই মাসে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খারাজির করা মন্তব্য পুনর্ব্যক্ত করেন।

খারাজির মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইসলামি প্রজাতন্ত্রটির পারমাণবিক অস্ত্রের প্রতি আগ্রহ থাকতে পারে।

বিষয়টি দীর্ঘকাল ধরে প্রত্যাখ্যান করে আসছে ইরান।

এসলামি বলেন, ‘খারাজি সাহেব যেমনটি উল্লেখ করেছেন, ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত ক্ষমতা রয়েছে। তবে এই জাতীয় কর্মসূচি আমাদের পরিকল্পনায় নেই। ’

ইরান ইতিমধ্যেই ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এটি বিশ্বশক্তির সঙ্গে তেহরানের অচল হয়ে পড়া ২০১৫ সালের পরমাণু চুক্তির অধীনে নির্ধারিত ৩.৬৭ শতাংশের অনেক বেশি। পারমাণবিক বোমার জন্য উপযুক্ত হচ্ছে ৯০% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম।

২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। ওই চুক্তির অধীনে ইরান আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তির বিনিময়ে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ বন্ধ রাখে। সূত্র: বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments