একটি অনলাইন ডেটিং সংস্থা পরকীয়া সম্পর্কিত একটি অনুসন্ধানে জানিয়েছে যে পরকীয়া করার বুৎপত্তি সব থেকে বেশি রাজনীতিবিদ ও সেলিব্রেটিদের। ১২টি পেশার মানুষের মধ্যে অনলাইন ডেটিং সংস্থাটি তাদের সমীক্ষটি চালিয়েছিল। উদ্যোগপতি, অর্থনৈতিবিদদের মধ্যে ৯ শতাংশ নারী এবং ৮ শতাংশ পুরুষ পরকীয়ায় লিপ্ত বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডেটিং সংস্থাটি জানাচ্ছে। খুচরো ব্যাবসায়ী, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজ করা মানুষ, উকিল, সংবাদ মাধ্যমে কাজ করা নারী পুরুষের মধ্যে পরকীয়ার প্রবণতা থাকলেও তা মারাত্মক নয়। তবে, শিক্ষা ও মেডিকেল ক্ষেত্রে পরকীয়া করার প্রবণতা সাধারণের তুলনায় বেশি। এই সব ক্ষেত্রে পুরুষদের মধ্যে ৪ শতাংশ ও ৭ শতাংশ নারী পরকীয়া সম্পর্কে জড়ান। চিকিৎসক এবং নার্সিংদের ক্ষেত্রে পরকীয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যেহেতু, দুই পেশার মানুষদের দীর্ঘক্ষন পরিবারের বাইরে কাটাতে হয়, তাই গড়ে ওঠে পরকীয়া সম্পর্ক। চিকিৎসক এবং নার্সদের মধ্যে পরকীয়া হয় প্রায় ৫ শতাংশ হারে।ভারতীয় পুরানে ভগবান শ্রী কৃষ্ণ রাধার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। ভারতীয় পুরানগুলিতে পরকীয়া সম্পর্কের ভুড়ি ভুড়ি প্রমান আছে।