Sunday, October 1, 2023
spot_img
Homeধর্মপবিত্র কাবা দেখতে মক্কায় শিশুরা

পবিত্র কাবা দেখতে মক্কায় শিশুরা

পবিত্র কাবাঘর দেখতে পবিত্র মসজিদুল হারামে শিশুদের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের এই আয়োজনে অংশ নেয় মক্কার আল-ফিকর আল-মাওয়াহেব সেন্টার ও আল-আবনা আল-নুজাবা স্কুল সেন্টারের শিশুরা। জেনারেল প্রেসিডেন্সির নারী বিভাগের কর্মকর্তা নুফ হাউসাবি বলেন, শিশুদের শিক্ষার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে এই ভ্রমণের আয়োজন করা হয়েছে। এ সময় তাদের কাছে পবিত্র কাবাঘর, মসজিদুল হারাম ও ইসলামের সম্মানিত স্থানগুলোর গুরুত্ব তুলে ধরা হয়।

মসজিদে প্রবেশের শিষ্টাচার শিক্ষাদান এবং নবী-রাসুল ও সাহাবিদের গল্প শোনানোর পাশাপাশি বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশ নেয় তারা। শিশুদের কাছে পবিত্র কোরআনের সুরা ফাতিহা পাঠ করে শোনা হয়। তাদের কাছে এই সুরা পাঠ ও শোনার গুরুত্ব তুলে ধরেন পবিত্র মসজিদুল হারামের এক শিক্ষিকা। তিনি আরো জানান, গ্র্যান্ড মসজিদের মর্যাদার সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের সামাজিক কার্যক্রমের সঙ্গে অভ্যস্ত করাই এই উদ্যোগ নেওয়া হয়। এ ক্ষেত্রে সামাজিক কমিউনিটির সঙ্গে মসজিদের সম্পর্ক উন্নয়নে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। মক্কায় শিক্ষার্থীদের ইন্টারেক্টিভ কার্যক্রমের শিক্ষক ইবরাহিম ওবাইদিন বলেন, সামাজিক কর্মসূচির মাধ্যমে অনেক কিছু শেখার রয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে। পবিত্র মসজিদে আগত নারী ও পুরুষ মুসল্লিদের জন্য নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ শেখার ব্যবস্থা রয়েছে। জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানগুলো পরিচালিত হয়। পবিত্র মসজিদ, জাদুঘর ও ঐতিহাসিক ইসলামী স্থাপনাগুলো ভ্রমণের পাশাপাশি শিশুরা মুসল্লি ও ওমরাহযাত্রীদের সেবা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পায়।

সূত্র : আরব নিউজ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments