Friday, September 29, 2023
spot_img
Homeবিনোদনপড়শীর প্রেমে নিলয়

পড়শীর প্রেমে নিলয়

সাবরিনা পড়শী, বিনোদন জগতে আগমন ঘটে গায়িকা হিসেবে। তবে ধীরে ধীরে গানের পাশাপাশি ক্রমশ চমকে দিচ্ছেন অভিনেত্রী হিসেবেও। সেই ধারাবাহিকতায় এসআর মজুমদার পরিচালনায় অভিনেতা নিলয় আলমগীরের প্রেমিকার রুপে হাজির হচ্ছেন পর্দায়। নাটকটির নাম ‘ভালোবাসি তোমাকে’। এতে অরণী চরিত্রে দেখা যাবে পড়শীকে আর তার প্রেমে হাবুডুবু খাওয়া ইফতি চরিত্রে অভিনয় করেছেন নিলয়। পড়শী জানান, এতে দেখা যাবে অরণীর প্রেমে পাগল ইফতি। অরণীকে ইমপ্রেস করতে একের পর এক ঘটনা ঘটিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে থাকে ইফতি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তার সকল চেষ্টাতেই ঘটে বিড়ম্বনা। কখনও অরণীর পাড়ার ছেলেদের দৌড়ানি খায়, কখনও কলার খসায় পিছলে পড়ে নিজেই চিতপটাং, কখনও ভাড়া করা ছিনতাইকারী দিয়ে অরণীকে ছিনতাইয়ে ফেলে নিজেই সেখান থেকে রক্ষা করার কৌশল করে মার খায়! নিলয় বললেন, এমন অসংখ্য চেষ্টার পর একটা সময় অরণী কথা বলে আমার (ইফতি) সঙ্গে। জানায়, সে কখনও কাউকে ভালবাসতে পারবে না! এভাবে এগিয়ে চলে প্রেমময় গল্প।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘ভালোবাসি তোমাকে’ নাটকটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments