Tuesday, March 28, 2023
spot_img
Homeসাহিত্যপঙ্গু তসলিমা নাসরিন লিখছেন আত্মজীবনীর দ্বিতীয়পর্ব

পঙ্গু তসলিমা নাসরিন লিখছেন আত্মজীবনীর দ্বিতীয়পর্ব

বাংলাদেশের নির্বাসিত লেখিকা, ভারতে আশ্রয় নেয়া তসলিমা নাসরিন প্রায়ই খবরে থাকেন। থাকতে ভালোবাসেন। কিন্তু, এবার তিনি প্রায় পঙ্গু। পায়ে আঘাত লাগার পর চিকিৎসা বিভ্রাটের শিকার। ইন্টারনাল ফিক্সশনের জায়গায় তাঁর হিপ রিপ্লেসমেন্ট হয়েছে। এতেই  চলৎশক্তিহীন লেখিকা। তবু তিনি দমে পড়েননি। তসলিমা ঘোষণা করেছেন তিনি ফের আত্মজীবনী লিখবেন। এর আগে তিনি লিখেছেন- লজ্জা, আমার মেয়েবেলা, দ্বিখণ্ডিত, সেই সব অন্ধকার, আমি ভালো নেই, তুমি ভালো আছো দেশ, এবং নেই কিছু নেই। এবার সপ্তম খন্ড তাঁর আত্মজীবনীর।

তসলিমা জানিয়েছেন, ডাক্তারের ভুলে আমার এই অবস্থা। এই অবস্থায় কলম ধরছি আমার দ্বিতীয় জীবন সম্পর্কে জানানোর জন্যে। উল্লেখযোগ্য, বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর বিদেশে চলে যান তসলিমা। এরপর ভারতে আশ্রয় নেন। কলকাতায় কিছুদিন কাটিয়ে থিতু হন দিল্লিতে। আপাতত দিল্লিই তাঁর ঠিকানা।    

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments