মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণের কয়েক দিন আগে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা ক্যাপিটল ভবনে যে হামলা চালায় তার আগে ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড কমান্ডারের কর্তৃত্ব অনেকটা খর্ব করা হয়। মার্কিন একটি দৈনিককে এ কথা বলেন ওয়াশিংটন ডিসি ন্যাশনাল গার্ডের কমান্ডিং জেনারেল উইলিয়াম ওয়াকার।
তিনি বলেন, মার্কিন সেনা সদরদফতর পেন্টাগন তার ওপরে এই সীমাবদ্ধতা আরোপ করেন। খবর ওয়াশিংটন পোস্টের।
মেজর জেনারেল উইলিয়াম ওয়াকার বলেন, সব সেনা কমান্ডারের সাধারণত জনজীবন ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কর্তৃত্ব থাকে। কিন্তু এবারের এ ঘটনায় আমার কোনো কর্তৃত্ব ছিল না।
গত গ্রীষ্মে আমেরিকায় যে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামের আন্দোলন হয়েছে, তা শক্ত হাতে দমন করেন মার্কিন সেনারা।
এমনকি জরুরি মুহূর্তে তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছেন। কিন্তু জুনের পর থেকে এই কর্তৃত্ব প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ে নিয়ে নেওয়া হয়।
জেনারেল ওয়াকার বলেন, যে কোনো সময় আমরা শহরে সেনা ও ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করতে পারতাম; কিন্তু এবার তা সম্ভব হয়নি।