Saturday, July 27, 2024
spot_img
Homeজাতীয়নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস নেই আওয়ামী লীগের: আমীর খসরু

নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস নেই আওয়ামী লীগের: আমীর খসরু

নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস নেই তাই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকাকে বাদ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নৌকা যেখানে আছে জনগণ সেখানে নেই। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ১০ই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন। আমীর খসরু বলেন, নৌকা বাদ দিলেও সরকার ভোট চুরির প্রকল্প থেকে সরে আসেনি। যেখানে ভোটই নেই, সেখানে বিএনপির নির্বাচনে যাওয়া না যাওয়ারতো কোনো প্রশ্নই আসে না। উপজেলা নির্বাচনের মাধ্যমে মানুষকে আরেকটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে সরকার। তিনি বলেন, সরকার একটা প্রকল্পের মাধ্যমে সকল জনগণকে জিম্মি করে রেখেছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার ক্ষমতা দখল করলেও, রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। ৯৫ শতাংশ জনগণ এই নির্বাচন ব্যবস্থাকে বর্জন করেছে। আমীর খসরু বলেন, যারা ক্ষমতা দখল করে বসে আছে, আজ তারা ইতিহাসও দখল করতে চায়, এটাকে মূলধন বানাতে চায় তারা। তারা জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে এমন নয়, প্রতিটা পদে পদে জনগণের অধিকার হরণ করেছে তারা।

মানুষের জীবনের নিরাপত্তা বলতে বাংলাদেশে এখন কিছুই নেই। যারা ক্ষমতায় আছে, তাদের টিকে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতি প্রদর্শন করা।

জেএসডি সভাপতি আসম আবদুর রবের সভাপতিত্বে  আলোচনা সভায় বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments