Monday, March 27, 2023
spot_img
Homeবিচিত্রনৌকা থেকে লাফিয়ে পানিতে নামল সুন্দরবনের বাঘ

নৌকা থেকে লাফিয়ে পানিতে নামল সুন্দরবনের বাঘ

রয়্যাল বেঙ্গল টাইগারের লাফ দিয়ে নৌকার উঠার ঘটনা একেবারে বিরল নয়। তবে বাঘকে নৌকা থেকে লাফ দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়তে খুব একটা দেখা যায় না। এবার নেটমাধ্যমে ভাইরাল হয়েছে তেমনই এক দৃশ্য। সেখাখে নৌকা থেকে লাফ দিয়ে বাঘকে পানিতে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে।

ভারতের অংশের সুন্দরবনে এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ভিডিওটি পুরোনো হলেও নতুন করে নেটদুনিয়ায় তা ভাইরাল হয়। উদ্ধার করে  জঙ্গলে ছেড়ে দেওয়ার সময় বাঘটি লাফ দিয়ে নদীতে পড়ে স্বভাব সুলভ ভঙ্গিতে সাঁতার কেটে চলে যায় বলে এনডিটিভি জানিয়েছেন। 

ভারতীয় বন কর্মকর্তা (আইএফএস) পারভীন কালওয়ান টুইটারে রোববার ওই ভিডিও পোস্ট করেছেন। 
এ পর্যন্ত ভিডিওটি ৮৮ হাজার বারের বেশি দেখা হয়েছে।
 

That tiger sized jump though. Old video of rescue & release of tiger from Sundarbans. pic.twitter.com/u6ls2NW7H3— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 17, 2022

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments