জাপানের নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক কেনজাবুরো ওয়ে মারা গেছেন। এ সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। জাপানের বিভিন্ন সংবাদমাধ্যম সোমবার এ খবর জানিয়ে বলেছে, ৩ মার্চ ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিকভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। ওয়ের বইয়ের প্রকাশক কোদানশা লিমিটেড জানিয়েছে, লেখকের ইচ্ছা অনুযায়ী শেষকৃত্যের অনুষ্ঠান পরিবারের মধ্যে সীমিত রাখা হয়েছে। তবে পরে তার স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রগতিশীল চিন্তাভাবনার জন্য বিশ্বজুড়ে পরিচিত এই জাপানি সাহিত্যিককে ১৯৯৪ সালে নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।