ইংল্যান্ডের এক চিড়িয়াখানা থেকে পাঁচটি টিয়া পাখি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। খুবই নোংরা কথা বলায় পাখিগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ছোট, বড় জ্ঞান নেই পাখিগুলোর। যতক্ষণ না পর্যন্ত তারা ‘কু-কথা’ ভুলে ‘ভদ্র’ ও ‘সভ্য’ হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আর দর্শনার্থীদের সামনে আনা হবে না। ভাষা শিক্ষার জন্য তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দৈনিক গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলেছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওই পাঁচ টিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে দেখেছেন- তাদের সামনে দর্শনার্থী গেলেই খুবই খারাপ ভাষায় কথাবার্তা বলে। বিভিন্ন বয়সী দর্শনার্থীরা এ সময় বিব্রতকর অবস্থায় পড়ে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত এই পাঁচ টিয়াকে চিড়িয়াখানায় রাখা উচিত হবে না। খারাপ কথা ভুলে ভালো কথা না শেখা পর্যন্ত তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে।
লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক জানিয়েছে, এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি নামে ওই পাঁচ আফ্রিকান টিয়াকে আলাদা আলাদা পাঁচজনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নিজেদের সংশোধন করে ফেরার পরে ফের তাদের দর্শকদের মুখোমুখি হতে দেওয়া হবে।
চিড়িয়াখানার এক কর্মকর্তা স্টিভ নিকোলাস সংবাদ সংস্থাকে জানিয়েছেন, শিশুদের সামনে ওদের কথাবার্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। এখন অপেক্ষা কবে এই পাঁচ আফ্রিকান টিয়ার সুশিক্ষা শেষ হবে। তারপরেই ফিরিয়ে আনা হবে চিড়িয়াখানায়।