উয়েফা নেশন্স লীগে এখনো পর্যন্ত জয় দেখেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথম আসরে ৪ ম্যাচেই জয়হীন ছিল তারা। এবার স্পেনের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে শুরু তাদের। জার্মানি ড্র দেখলো দ্বিতীয় ম্যাচেও। রোববার স্বাগতিক সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে জোয়াকিম লো’র শিষ্যরা।
বাসেলের সেন্ট জ্যাকব পার্ক স্টেডিয়ামে ১৪তম মিনিটে লিড নেয় জার্মানি। ম্যাথিয়াস গিন্টারের অ্যাসিস্টে গোল করেন ম্যানচেস্টার সিটি তারকা ইলকাই গন্ডুয়ান। ৫৭তম মিনিটে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান সিলভান উইডমার। ম্যাচে বল দখলে জার্মানির চেয়ে পিছিয়ে থাকলেও বেশি সুযোগ তৈরি করেছে সুইজারল্যান্ড। গোলমুখে মোট ২০টি শট নেয় তারা। অন-টার্গেটে ছিল ৬টি। অন্যদিকে জার্মানি ৫৩ শতাংশ বল দখল নিয়েও অন-টার্গেটে শট নিতে পেরেছে ৪টি। ফাউল করেছে ১৯টি। শিষ্যদের এমন পারফরম্যান্সে হতাশ কোচ জোয়াকিম লো। ম্যাচের পর তিনি বলেন, ‘দ্বিতীয় গোলের সুযোগটা নিতে পারিনি আমরা। উল্টো দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডকে চালকের আসনে বসার ব্যবস্থা করে দিয়েছি। আমি মনে করি, ড্র করাটাই আমাদের জন্য সঠিক রেজাল্ট।’
গত বৃহস্পতিবার নেশন্স লীগের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষেও শুরুতে লিড নিয়ে জয় দেখেনি জার্মানি। টানা দুই ম্যাচে একই ঘটনায় ক্ষুব্ধ জোয়াকিম লো। তিনি বলেন, ‘যখন আপনি টানা দুই ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও জিততে পারেন না, সেটি বিরক্তিকর ব্যাপার। আমাদের সমস্যা হলো, ম্যাচের ইতি টানতে পারছি না। আমার তো মনে হয়, আমরা ২-০ গোলে এগিয়ে থাকলেও সুইজারল্যান্ড ঘুরে দাঁড়াতো!’
উয়েফা নেশন্স লীগে ‘লীগ-এ’-এর ‘ডি’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উইক্রেন। ২ পয়েন্টের সুবাদে জার্মানি তৃতীয় ও এক পয়েন্ট নিয়ে সবার নিচে সুইজারল্যান্ডের অবস্থান।