Sunday, October 1, 2023
spot_img
Homeখেলাধুলানেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

গত সেপ্টেম্বরে সিনিয়র সাফে নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে শিরোপা উৎসবে মেতেছিলেন সাবিনা-কৃষ্ণারা। সিনিয়রদের দেখানো পথেই হাঁটলেন রিপা-শামসুন্নাহাররা। সেই নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিনশিপের শিরোপা নিজেদের ঘরেই রেখেদিলেন তারা। বৃহস্পতিবার আসরের ফাইনালে দাপুটে নৈপুণ্যে ৩-০ গোলের জয় পায় বাংলাদেশ। ফাইনালে একটি করে গোল করেন রিপা, শামসুন্নাহার ও উন্নতি খাতুন।

নেপালের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এদিন ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের ৪২তম মিনিটে বাংলাদেশের প্রথম গোল করেন শাহেদা আক্তার রিপা। এর ঠিক ২ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক শামসুন্নাহার। আর ম্যাচের ৮৮তম মিনিটে তৃতীয় গোল আসে উন্নতি খাতুনের পা থেকে।   
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সোহাগী কিসকু ও মাহফুজা দুই জনের পরিবর্তে উন্নতি খাতুন ও আইরিনকে একাদশে জায়গা দেন কোচ গোলাম রব্বানী ছোটন ।

বাংলাদেশ একাদশ
রুপনা চাকমা (গোলরক্ষক), শামসুন্নাহার (অধিনায়ক), আকলিমা, আফিদা, নাসরীন, সুরমা, স্বপ্না রাণী, রিপা, ইতি, সোহাগী ও মাহফুজা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments