Monday, May 29, 2023
spot_img
Homeজাতীয়নেতা পাকিস্তানকে ক্ষমা করে গেছেন, তাহলে আমাদের এখন কীসের রাগ: জাফরুল্লাহ

নেতা পাকিস্তানকে ক্ষমা করে গেছেন, তাহলে আমাদের এখন কীসের রাগ: জাফরুল্লাহ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানকে ক্ষমা করে গেছেন মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রশ্ন তুলেছেন, তাহলে এখন আমাদের কীসের রাগ?

বুধবার জাতীয় প্রেস ক্লাবের এক সেমিনারে তিনি এ বিস্ফোরক মন্তব্য করেন।

জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে কুদস গ্লোবাল উইক বাংলাদেশ আয়োজিত ‘জেরুজালেমের বুকে ইসরায়েলি সন্ত্রাস: বিশ্ব মানবতার দায়বদ্ধতা’ শীর্ষক এ সভায় আরও উপস্থিত ছিলেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গবেষক ও রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ, কুদস গ্লোবাল উইক  বাংলাদেশের অ্যাম্বাসেডর মুহাইমিনুল হাসান রিয়াদসহ আরও অ‌নে‌কে।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমরা জানি ১৯৭১ এ পাকিস্তান আমাদের সঙ্গে অন্যায় করেছে। কিন্তু আমাদের নেতা শেখ মুজিবুর রহমান তাদের ক্ষমা করে গেছেন। জুলফিকার আলী ভু‌ট্টোকে এদেশে আমন্ত্রণ করেছেন। তাকে জড়িয়ে ধরেছিলেন। বলেছেন তোমাদের আমি ক্ষমা করে দিলাম। তাহলে আমাদের এখন কীসের রাগ। তবে হ্যাঁ, আমরা এখন দাবি করতে পারি আরেকবার তারা ক্ষমা চাইতে পারেন।’

মুসলিম বিশ্বের ঐক্যের জন্য পাকিস্তানকে দরকার বলে মনে ক‌রেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর যে অন্যায় করা হচ্ছে, সেই অন্যায় থেকে তাদের রক্ষা করা সব মুসলামান রাষ্ট্রের কর্তব্য। তবে এই কর্তব্য পরিপূর্ণ হবে না, যদি পাকিস্তানকে যুক্ত না করা যায়।’

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ বলেন, ‘জামায়াতিদের বলতে পারি, আপনাদের গোয়ার্তুমি বাদ দেন। আরেকবার ক্ষমা চান। যদিও আপনারা অপরাধী না। আপনাদের বাবা-দাদারা অপরাধী। পরিষ্কার রাজনীতির ভেতর আসেন। একইভাবে আমি বলি, পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে।’

বাংলাদেশ ভারতের অনুগত রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘পাঁচ হাজার টন পাট বীজ আমদানি করছি ভারত থেকে।  আমরা পাটের দেশ অথচ পাটের বীজ আমদানি করছি এর থেকে দুর্ভাগ্য আর কী হতে পারে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments