এক অ্যাকাউন্ট ব্যবহার করে অনেকেই নেটফ্লিক্স দেখে। অনেকে আবার ভাগাভাগি করে সাবস্ক্রিপশন ফি দেয়। আগামী এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে এই সুবিধা।
নেটফ্লিক্স জানিয়েছে, অতিরিক্ত অর্থ দিয়ে পাসওয়ার্ড শেয়ার করতে চাইলে অসুবিধা নেই। তবে কোনোভাবেই ফ্রিতে পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। এই নিয়ম জারি হওয়ার পর কনটেন্ট দেখার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। সব আগের মতোই থাকবে। কোন কোন দেশে পেইড শেয়ারিং ফিচার চালু হবে তা জানায়নি নেটফ্লিক্স। এর আগে ল্যাটিন আমেরিকার দেশ পেরু, চিলি ও কোস্টারিকায় পেইড পাসওয়ার্ড শেয়ারিং ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় নেটফ্লিক্স। এসব দেশে সাব-অ্যাকাউন্টপ্রতি ব্যবহারকারীদের তিন ডলার করে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। নেটফ্লিক্স জানিয়েছে, পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের ফলে প্রতিটি দেশেই সাবস্ক্রাইবার কমে যাবে। সাব-অ্যাকাউন্ট থেকে কিছুটা সাবস্ক্রিপশন ফি এলেও তাদের আয় কমবে না। সূত্র : দ্য গার্ডিয়ান