Sunday, October 1, 2023
spot_img
Homeবিনোদননেই ঐশ্বরিয়া, প্রশ্নের মুখোমুখি অভিষেক

নেই ঐশ্বরিয়া, প্রশ্নের মুখোমুখি অভিষেক

দুবাইয়ে আয়োজিত আইফা-২০২৩-এর উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চন ও ভিকি কৌশলকে। এজন্য দুবাই পৌঁছেছেন অভিষেক। তবে তার সঙ্গে সেখানে গেলেন না ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা। মুম্বইতেই রয়েছেন তারা। তাদের অনুপস্থিতির জন্য প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিষেককে। এ প্রসঙ্গে অভিষেক বলেন, আরাধ্যার স্কুল রয়েছে। আর সে কারণেই এবার ঐশ্বরিয়া আইফার অনুষ্ঠানে তাদের সঙ্গে থাকতে পারবেন না। এদিকে কিছুদিন আগেই ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার সঙ্গে পৌঁছেছিলেন আরাধ্যাও। তখন অবশ্য অভিষেক যাননি।

অভিষেক, ভিকি ছাড়াও আইফা অ্যাওয়ার্ডের যোগ দিতে দুবাই পৌঁছেছেন সালমান খান। অনুষ্ঠানে জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যাননের সঙ্গ দেবেন তিনি।

নোরা ফাতেহি, রাকুল প্রীত সিংও এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন। এ বছর, ভারতীয় সিনেমায় কৃতিত্বের-এর জন্য কমল হাসানকে সংবর্ধিত করা হবে। অন্যদিকে, আইফা ২০২৩-এ রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া দেশমুখও ‘আঞ্চলিক সিনেমায় অসামান্য কৃতিত্বের’ জন্য সম্মানিত হতে চলেছেন। সম্মানিত হতে চলেছেন সেলেব্রিটি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments