Thursday, June 8, 2023
spot_img
Homeখেলাধুলানেইমারের বিমানের জরুরি অবতরণ

নেইমারের বিমানের জরুরি অবতরণ

ব্যক্তিগত বিমানে চড়ার ঠিক আগে বোনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। বার্বাডোজ থেকে ছাড়ার কিছুক্ষণ পরই জরুরি অবতরণ করে নেইমারের সেই বিমান। বোন রাফায়েলাকে নিয়ে নেমে আসেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।

ঠিক কী কারণে নেইমারের বিমান জরুরি অবতরণ করেছিল জানা যায়নি।

তবে দ্য সান জানাচ্ছে, বিমানটি পরে ঠিকই পৌঁছেছে ব্রাজিলে। তাতে নেইমার ছিলেন কি না, সে ব্যাপারে নিশ্চিত নয় ব্রিটিশ ট্যাবলয়েডটি।

নেইমারের প্রাইভেট জেটটি এমব্রেয়ার লিগ্যাসি ৪৫০ মডেলের। এর দাম ১০.৮ মিলিয়ন পাউন্ড। জেটটি এক ঘণ্টায় পাড়ি দিতে পারে ৫৩১ মাইল।

দ্য সান

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments