যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নিহত ৩ কিশোরের প্রত্যেকের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ২৪ আগস্টের মধ্যে এই ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বৃহষ্পতিবার এই নোটিশ পাঠিয়েছেন। নিহত কিশোর পারভেজ হাসান রাব্বীর (১৬) পিতা রোকা মিয়া, নাইম হাসান ওরফে আবু নাইমের(১১) পিতা মো. নান্নু এবং মো. রাসেল ওরফে সুজনের (১৭) বড় ভাই সাইফুল ইসলাম নান্টুর পক্ষে এ নোটিশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণোলয়ের সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক, যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারি পরিচালক ও প্রবেশন কর্মকর্তাকে এ নোটিশ দেওয়া হয়েছে।
গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হত্যার শিকার হন তিন কিশোর। এ ছাড়া কমপক্ষে ১৫ জন আহত হয়। এ ঘটনায় ১৪ আগস্ট রাতে নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির পিতা রোকা মিয়া যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কর্তৃপক্ষকে আসামি করা হয়। পুলিশ এ মামলায় কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লা আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন কর্মকর্তা) মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম, সাইকো সোস্যাল কাউন্সিলর মো. মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুককে ওইদিনই গ্রেপ্তার করা হয়। এরপর তাদের আদালতে হাজির করে রিমান্ডে নেয় পুলিশ। এরইমধ্যে ওই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।