ভোলায় ইলিশের অভয়াশ্রমের কারণে ২ মাসের নিষেধাজ্ঞার আগের দিন জেলের জালে মিলল ১ কেজি ৯শ গ্রামের ইলিশ। স্থানীয়দের ভাষায় রাজা ইলিশ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ও কাচিয়া ইউনিয়নে মেঘনা নদীতে এ ইলিশ ধরা পড়ে।
তুলাতুলি মাছ ঘাটের আড়তদার খালেক মেম্বার জানান, মদনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জেলে মো. হারুন মাঝি সোমবার বিকালে মেঘনা নদীতে জাল ফেলেন। এ সময় বিভিন্ন সাইজের ইলিশের সঙ্গে ১ কেজি ৯শ গ্রামের রাজা ইলিশটি উঠে আসে। পরে তিনি তুলাতুলি মাছঘাটে বিক্রির জন্যে নিয়ে আসেন। এরপর তার গদিতে মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে ডাক তুললে তুলাতুলি মাছঘাটের ব্যবসায়ী মো. রব উদ্দিন বেপারী সর্বোচ্চ ২ হাজার ৩৮০ টাকা দাম ধরে মাছটি ক্রয় করেন।
তিনি আরও জানান, মাছটি বরিশাল আড়তে নিয়ে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি করতে পারবেন ওই ব্যবসায়ী।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামান হোসাইন জানান, গত মা-ইলিশ সংরক্ষণ ও জাটকা সংরক্ষণ অভিযানগুলো সফলভাবে পরিচালনা হওয়ায় নদীতে বর্তমানে বড় সাইজের ইলিশ ধরা পরছে। বর্তমানে মেঘনা ও তেঁতুলিয়ায় ১৯০ কিলোমিটার এলাকায় সব প্রজাতির মাছ ধরা, বিক্রি ও মজুদের অভিযান সফল হলে মেঘনায় ২-৩ কেজির ইলিশ আরও বেশি পরিমাণে পাওয়া যাবে।