Friday, September 22, 2023
spot_img
Homeজাতীয়নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ গ্রহণ না করায় মস্কোতে বাংলাদেশি দূতকে তলব

নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ গ্রহণ না করায় মস্কোতে বাংলাদেশি দূতকে তলব

রাশিয়ার জাহাজ বাংলাদেশের বন্দরে প্রবেশ করতে না দেয়ার ঢাকার সিদ্ধান্তের প্রতিবাদে মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে মঙ্গলবার তলব করে রাশিয়া। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ মাসের শুরুতে রাশিয়ার কয়েক ডজন জাহাজ নিষিদ্ধ করে বাংলাদেশ। এসব জাহাজ পশ্চিমাদের নিষেধাজ্ঞার আওতায় ছিল। এ কারণে বাংলাদেশের জলসীমায় এমন জাহাজ প্রবেশ করতে দেয়া হয়নি। বাংলাদেশি দূতকে তলব করা নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা মস্কোতে বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব করে জানিয়েছে, ঐতিহ্যগতভাবে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনুযায়ী ওই সিদ্ধান্ত নেয়া হয়নি। এর ফলে সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।  
রিপোর্টে আরও বলা হয়, রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন পারমাণবিক শক্তি বিষয়ক সংগঠন রোসাটম বর্তমানে বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এই কেন্দ্রটির ২০২৪ সালে অপারেশন শুরু করার কথা রয়েছে। মস্কোর প্রতি ঢাকা অনুরোধ করেছে, এই বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম সরবরাহের জন্য নিষেধাজ্ঞার আওতায় থাকা কোনো জাহাজ যেন ব্যবহার না করা হয়। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments