Wednesday, October 4, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিনিলামে ১০০ গুণ বেশি দামে আইফোন বিক্রি

নিলামে ১০০ গুণ বেশি দামে আইফোন বিক্রি

প্রথম প্রজন্মের আইফোন নিলামে বিক্রি হয়েছে ৬৩ হাজার ডলার বা ৬৬ লাখ ৯৬ হাজার ৯০০ টাকায়। গত ২ ফেব্রুয়ারি আড়াই হাজার ডলারে শুরু হওয়া নিলাম গত রবিবার শেষ হয়। নিলাম শুরুর আগে ধারণা করা হয়েছিল, বড়জোর ৫০ হাজার ডলারে বিক্রি হবে। কিন্তু বিক্রীত আইফোনটির দাম আয়োজকদের প্রত্যাশা ছাড়িয়ে যায়। ১০০ গুণ বেশি দামে নিলামে আইফোনটি বিক্রি হয়। ২০০৭ সালে এই আইফোনেরই দাম ছিল ৫৯৯ ডলার। নিলামটির আয়োজক ছিল যুক্তরাষ্ট্রের এলসিজি অকশন। অনলাইনে আয়োজিত নিলামে অংশ নেন ২৭ জন। বাক্সে থাকা আইফোনটি একেবারে নতুনই আছে। কারণ বিক্রেতা কারেন গ্রিন উপহার হিসেবে পাওয়া এই আইফোনের বাক্স কখনো খোলেননি। ২০০৭ সালে তাঁর এক বন্ধু আইফোনটি উপহার দেন। তখন তাঁর আরেকটি ফোন ছিল বলে ব্যবহারের প্রয়োজন পড়েনি।

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments