Thursday, June 8, 2023
spot_img
Homeবিচিত্রনিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার বেগুনি গাউন, কত হতে পারে দাম?

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার বেগুনি গাউন, কত হতে পারে দাম?

কোটি মানুষের প্রিয় এক নাম প্রিন্সেস ডায়ানা। শুধু মাত্র ব্রিটেনের রাজ পরিবারের পুত্রবধূ হিসাবে নয় সুন্দর, ফ্যাশন এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ডের জন্য এখনো মানুষের হৃদয়ে স্থান করে আছেন প্রিন্সেস ডায়ানা।

১৯৯৭ সালে ৩১ আগস্ট প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান ৩৬ বছরের প্রিন্সেস ডায়ানা। মৃত্যুর এতো বছর পরও বিশ্ববাসীর কাছে বহুল চর্চিত নাম প্রিন্সেস ডায়ানা।

সম্প্রতি তার একটি বেগুনি গাউন নিলামে উঠেছে।  চলতি মাসের ২৭ জানুয়ারি নিউইয়র্কের ‘সোথেবিস’-এ অনুষ্ঠিত হবে এই নিলাম।

প্রিন্সেস অফ ওয়ালেসের নিলামে ওঠা এই গাউনটি বেগুনি সিল্কের এবং মখমলের যুগলবন্দিতে তৈরি হয়েছে। স্ট্র্যাপলেস এই বল গাউনটি ডায়ানার বিখ্যাত সব পোশাকগুলোর মধ্যে পড়ে না ঠিকই। কিন্তু এই পোশাকটির ঐতিহাসিক তাৎপর্য কম নয়। 
 
১৯৯১ সালে একটি রাজকীয় পোর্টেট আঁকার জন্য ডায়ানা এই গাউনটি প্রথম পরেছিলেন। তারপর ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর কিছু দিন আগে একটি বিখ্যাত মাসিক পত্রিকা ‘ভ্যানিটি ফেয়ার’-এ বেগুনি গাউনটি পরেই তার একটি ছবি বেরিয়েছিল।

চলতি মাসের শেষের দিকে যে গাউনটির নিলাম হতে চলেছে, সেটির আনুমানিক মূল্য রাখা হয়েছে ৮০ হাজার ডলার থেকে ১ লাখ ২০ হাজার ডলারের মধ্যে। 

এর আগেও ডায়ানার প্রায় ৮০টি পোশাক নিলাম করে কয়েক কোটি টাকা উঠেছিল। সেই টাকা দেওয়া হয়েছিল ‘এডস ক্রাইসিস ট্রাস্ট’ এবং ‘রয়্যাল মার্সডেন’ হাসপাতালের তহবিলে। এবারও ডায়ানার এই বেগুনি গাউনটি নিলাম প্রায় কয়েক কোটি টাকা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments