Wednesday, March 22, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAনির্যাতকের কাছে নত হবেন না- ইউক্রেনকে মার্কিন স্পিকার

নির্যাতকের কাছে নত হবেন না- ইউক্রেনকে মার্কিন স্পিকার

ইউক্রেন সফরকারি মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার পরদিন রবিবার বিকেলে কিয়েভে সংবাদ সম্মেলন করেছেন। এতে তিনি দৃশ্যত রাশিয়ার দিকে ইঙ্গিত করে বলেন, ‘নির্যাতকদের কাছে নত হওয়া যাবে না। তারা হুমকি দিলেও পিছু হটা চলবে না। ’

স্পিকার ন্যান্সি পেলোসিকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, ‘আরো বেশি খারাপ কিছুকে উস্কে না দিয়ে নিছক বাগাড়ম্বর ও অস্ত্রশস্ত্র সরবরাহের মধ্যে  যুক্তরাষ্ট্র কোন পর্যন্ত যেতে পারে’- এর জবাবে পেলোসি উল্লিখিত কথা বলেন।

স্পিকার ন্যান্সি পেলোসি উত্তর দেন: ‘আমি শুধু নিজের কথাটা বলি। নির্যাতকদের কাছে নত হওয়া যাবে না। তারা হুমকি দিলে পিছু হটা চলবে না। আমরা লড়াইয়ের মধ্যে আছি। কোনো নির্যাতকের কাছে হার মানা চলবে না। ’

মার্কিন স্পিকার বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তাদের নিরাপত্তা, মানবিক সহায়তা এবং বিজয়ের পর পুনর্গঠনকে কেন্দ্র করে অর্থনৈতিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।

পেলোসি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্ব ও ইউক্রেনীয় জনগণের সাহসের প্রশংসার বার্তা পৌঁছে দেন।
সূত্র: বিবিসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments