ঢাকা-১৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেছেন, আসন্ন এই উপ-নির্বাচন সুষ্ঠু হলে তার দলের বিজয় সুনিশ্চিত। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৮ আসনের অন্তর্গত উত্তরখান থানাধীন ৪৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও আসন্ন উপ-নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ৪৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুজ মিয়া। অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির সভাপতি আহসান হাবিব আহসান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাগর, খিলক্ষেত থানা বিএনপির সভাপতি ফজলুল হক, দক্ষিণখান থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর, বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির ভূইয়াসহ স্থানীয় বিএনপি ও সব অঙ্গ-সংগঠনের নেতারা।