Sunday, April 2, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAনির্বাচনে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্পের ‘প্রধান শত্রু’

নির্বাচনে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্পের ‘প্রধান শত্রু’

যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিং অঙ্গরাজ্যের কংগ্রেসওমেন লিজ চেনি ওয়াইয়োমিংয়ের প্রাথমিক নির্বাচনে হেরে গেছেন। 

কংগ্রেসওমেন লিজ চেনি ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্য। তবে তবুও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছিলেন তিনি।

লিজ চেনি হেরে গেছেন হ্যারিয়েট হাগম্যানের কাছে। যাকে সমর্থন দিয়েছেন ট্রাম্প।

২০২১ সালের ৬ জানুয়ারী ক্যাপিটাল হিলে ট্রাম্পের আহ্বানে তাণ্ডব চালান তার সমর্থকরা। এরপরই ট্রাম্পের বিরুদ্ধে যান ট্রাম্পের ‘প্রধান শত্রু’ হিসেবে আখ্যা পাওয়া লিজ চেনি।

৬ জানুয়ারী ট্রাম্প অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন এ অভিযোগে তার বিরুদ্ধে যে তদন্ত চলছে সেটি তদন্ত করতে তদন্ত কমিটিতে যোগ দিয়েছিলেন লিজ চেনি। রিপাবলিকান পার্টির মধ্যে মাত্র দুইজন এ কমিটিতে যোগ দিয়েছিলেন। 

৬ জানুয়ারীর হামলার পর ট্রাম্পের বিরুদ্ধে যে ১০ জন রিপাবলিকান অভিশংসনের প্রস্তাব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন লিজ চেনি। 

যে ১০ জন ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছিলেন তাদের মধ্যে চারজন রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। চারজন পরবর্তীতে নির্বাচনে হেরে গেছেন। মাত্র দুইজন ক্ষমতায় টিকে থাকতে সমর্থ হয়েছেন। 

এদিকে নির্বাচনে হেরে যাওয়ার পর লিজ চেনি জানিয়েছেন, যদি তিনি ট্রাম্পের বিরুদ্ধে না যেতেন তাহলে নির্বাচনে হারতেন না। কিন্তু তিনি ন্যায়ের পক্ষে গেছেন এবং এই অবস্থানে থাকবেন এবং ২০২৪ সালে ট্রাম্প যেন ফের প্রেসিডেন্ট না হতে পারেন তার জন্য সবকিছু করবেন। 

সূত্র: বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments