Monday, December 4, 2023
spot_img
Homeজাতীয়নির্বাচনী সহিংসতায় পাবনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভাই নিহত

নির্বাচনী সহিংসতায় পাবনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভাই নিহত

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতানের চাচাতো ভাই ইয়াসিন আলম (৪০) নিহত হয়েছেন। এ সময় ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের চারা বটতলার ইন্দারা মোড় কালুরপাগা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলম একই গ্রামের বাসিন্দা।

সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় গোলাগুলিও হয়। এতে গুলিবিদ্ধ হয়ে  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতানের চাচাতো ভাই ইয়াসিন আলম ঘটনাস্থলেই মারা যান। এসময় গুলিবিদ্ধ হন কমপক্ষে ১২ জন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments