Wednesday, October 4, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিনির্বাচনী ইশতেহার তুলে ধরল ‘দ্য চেঞ্জ মেকারস’

নির্বাচনী ইশতেহার তুলে ধরল ‘দ্য চেঞ্জ মেকারস’

আসন্ন ই-ক্যাব নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন ‘দ্য চেঞ্জ মেকারস’ প্যানেলের সদস্যরা। রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্যানেলটির সদস্যদের পক্ষ থেকে নানা বিষয়ে অঙ্গীকার করা হয়। এসবের মধ্যে আছে—টানা দুই মেয়াদের বেশি কোনো পরিচালক কার্যনির্বাহী পরিষদে থাকবেন না, সন্দেহজনক প্রতিষ্ঠান থেকে কোনো স্পন্সরশিপ নয় এবং সর্বদা সদস্যদের পাশে থাকার বিষয়ে তাঁরা অঙ্গীকার করেন। এ ছাড়া একটি স্মার্ট অফিস, ই-ক্যাবের জন্য একজন নির্বাহী পরিচালক, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নারীদের জন্য আলাদা স্ট্যান্ডিং কমিটি, ই-কমার্স ব্যবসার জন্য সরকারের ভ্যাট ও ট্যাক্স নীতিকে সহজীকরণ এবং দেশি অথবা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে জটিলতা নিরসনের ব্যাপারে ‘দ্য চেঞ্জ মেকারস’ প্যানেলের সদস্যরা সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেন।

আগামী শনিবার ই-ক্যাব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে ৯ জন সদস্য নির্বাচন করা হবে, যাঁরা ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত কার্যনির্বাহী কমিটি পরিচালনা করবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments