জনপ্রিয় চিত্রনায়িক নিপুণ সবশেষ অভিনয় করেছেন ‘ধুসর কুয়াশা’ নামে একটি ছবিতে। এটি মুক্তি পায় ২০১৭ সালে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’র কাজ নিয়ে। তিন বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। ছবি নাম ‘বীরত্ব’।
নিপুণ বলেন, ‘ব্যবসায়িক ব্যস্ততার কারণে এখন নিয়মিত অভিনয় করা হয় না। তবে এ ছবির গল্পটি মনে ধরেছে। তাই এতে অভিনয় করছি। ছবিতে লুৎফা চরিত্রে অভিনয় করবো। চরিত্রটি চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ। আশা করি, গল্প ও চরিত্রটি সবার ভালো লাগবে।’
‘বীরত্ব’ নির্মাণ করবেন নাট্যনির্মাতা সাইদুল ইসলাম রানা। এটি তার প্রথম চলচ্চিত্র। প্রযোজনায় আছে শুক্লা বণিক ও নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত। ইকবাল মাহমুদ বাপ্পীর সার্বিক সহযোগিতায় এটি নির্মিত হবে ‘পিং পং এন্টারটেইনম্যান্ট’র ব্যানারে।
নির্মাতা সাইদুল ইসলাম রানা জানান, আগামী ১ অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হবে। প্রথম লটের কাজ হবে ফরিদপুরের। প্রথম থেকেই শুটিংয়ে অংশ নেবেন চিত্রনায়িকা নিপুণ।