নিজস্ব অ্যাপগুলোতে ডিজিটাল মুদ্রার ব্যবহার শুরু করার পরিকল্পনা করছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামের কনটেন্ট ক্রিয়েটরদের দেওয়া হবে মেটা উদ্ভাবিত ইন-অ্যাপ ভার্চুয়াল টোকেন। ঋণ প্রদানসহ অন্যান্য আর্থিক সেবা পরিচালনায় ব্যবহৃত হবে এই মুদ্রা।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেটা কোয়েস্ট ভার্চুয়াল রিয়ালিটি প্ল্যাটফরম থেকে আয় করার নতুন একটি পথ তৈরি হবে।
অ্যাপ ও সেবাগুলোতে যে অর্থ লেনদেন হবে তার ওপরও মেটার নিয়ন্ত্রণ থাকবে। এই ক্রিপ্টোকারেন্সি আপাতত ‘জাক বাকস’ নামেই পরিচিতি পাচ্ছে। তবে এটা ব্লক চেইন সিস্টেমে কাজ করবে না।
এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি নন মেটার মুখপাত্র। তবে তিনি জানিয়েছেন, তাঁদের সব মনোযোগ এখন মেটাভার্সকেন্দ্রিক। এর অংশ হিসেবে মেটাভার্সের পেমেন্ট সিস্টেম ও আর্থিক সেবার মাধ্যমগুলো কেমন হবে তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, অদূর ভবিষ্যতে ইনস্টাগ্রামে নন-ফানজিবল টোকেনও (এনএফটি) চালু হবে। সূত্র : রয়টার্স