Sunday, June 16, 2024
spot_img
Homeবিনোদননিকের শার্ট চুরি করেছেন প্রিয়াংকা!

নিকের শার্ট চুরি করেছেন প্রিয়াংকা!

রণবীর সিং খুবই ফ্যাশন সচেতন। তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন প্রায়ই রণবীরের পোশাক পরেন। এক সাক্ষাৎকারে এ তথ্য নিজেই জানিয়েছিলেন দীপিকা। এবার একই কাণ্ড করলেন প্রিয়াংকা চোপড়াও।

২০২১ সালে হলুদ ক্যাজুয়াল শার্ট পরে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে গিয়েছিলেন নিক। সে শার্ট পরে সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। এবার একই শার্ট পরে ছবি দিলেন প্রিয়াংকাও।

প্রথবার বাবা-মা হওয়ার পর কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন নিক-প্রিয়াংকা

সম্প্রতি নিকের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন ভারতীয় অভিনেত্রী। সেখানেই শার্টের বিষয়টি স্পষ্ট হয়েছে। গেল বছর নিক যে একই শার্ট পরেছিলেন সামাজিক মাধ্যম ব্যবহারারীরা সেটা সহজেই বুঝে গেছেন। এ নিয়ে অনেকেই নানা মজার মন্তব্য করেছেন ছবির নিচে।

কেউ বলেছেন, প্রিয়াংকার জন্য আলাদা কাপড় রাখার জায়গা তৈরি করা হোক, তাহলে আর তাকে স্বামীর শার্ট চুরি করতে হবে না। অনেকে লিখেছেন, এই না হলে সত্যিকারের প্রেমিক জুটি।

২০১৮ সালে ভারতের রাজস্থানে বিয়ে হয় নিক-প্রিয়াংকার

প্রথম সন্তানের মা হওয়ার পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন প্রিয়াংকা। সবশেষ গেল ডিসেম্বরে তাঁর অভিনীত ‘ম্যাট্রিক্স ৪’ মুক্তি পায়।

বিরতির আগেই অবশ্য ‘টেক্সট ফর ইউ’, ‘চিটাডেল’সহ কয়েকটি ছবি ও সিরিজের কাজ শেষ করেছেন ভারতীয় অভিনেত্রী।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments