Friday, March 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিকনিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের শপথ অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের শপথ অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের পদত্যাগের পর তিনি দায়িত্ব গ্রহণ করলেন। গত সপ্তাহে অনেকটা আচমকাই পদত্যাগ করেন জাসিন্ডা। বুধবার শপথ অনুষ্ঠানে ক্রিস বলেন, জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে চলেছি। কথা দিচ্ছি, সমস্ত দায়িত্ব সম্পূর্ণ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করব। 

ডয়চে ভেলে জানিয়েছে, শপথ গ্রহণের সময় ক্রিসের সঙ্গে ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কারমেল সেপুলোনি। প্যাসিফিক আইল্যান্ড থেকে এই প্রথম কেউ নিউজিল্যান্ড প্রশাসনে এত বড় পদ পেলেন। শপথ নিয়ে নতুন প্রধানমন্ত্রী বলেছেন, কোভিড মহামারি পরবর্তী অর্থনীতিকে চাঙ্গা করাই তার প্রথম এবং প্রধান কাজ।

নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে এদিন শপথ নিয়েছেন তিনি। এদিনই প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসেন তিনি। 
এর আগে গত সপ্তাহে নিজের পরিবারকে সময় দিতে আচমকাই পদত্যাগ করেন জাসিন্ডা। পার্লামেন্টে একথা জানিয়ে গভর্নমেন্ট হাউসে রাজা চার্লসের প্রতিনিধির হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন তিনি। তার পদত্যাগের কথা শুনে পার্লামেন্টের সাংসদেরাও কার্যত হতবাক হয়ে পড়েছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments