নিউজিল্যান্ডের কাছে মারাত্মকভাবে হেরে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের জন্য এ বছরের টি-২০ বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে আসছে। রোববার নীল পোশাকধারী ভারতীয় ক্রিকেট দলকে আট উইকেটে হারায় নিউজিল্যান্ড। যদিও এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানি সমর্থকরা কোনো সাহায্য করতে পারেনি, তবু তাদের নিয়ে টুইটারে বিভিন্ন ট্রল তৈরি করেছে।
হোক ক্রিকেট ম্যাচ বা অন্য কোনো বৈশ্বিক খেলা ভারত ও পাকিস্তানের সাধারণ ব্যক্তিরা সব সময় ট্রল করার সুযোগ খুঁজে।
টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলির দল নিউজিল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানিরা তাদের নিয়ে বিভিন্ন ট্রল বানায়।
পাকিস্তানি ক্রিকেটভক্ত আহমাদুল্লাহ থ্রি ইডিয়টের একটি দৃশ্য দিয়ে ভারতীয় সমর্থকদের মনের অবস্থা তুলে ধরেন। এতেই তিনি ভাইরাল হয়ে যান।
Indian fans while having a look at points table…#INDvsNZ#BanIPL#IndiaVsNewZealand pic.twitter.com/mW0wMJYGO3— Ahmad Ullah Meer (@AhmadUllahMeer3) October 31, 2021
সারমাদ মুইজ নামের এক পাকিস্তানি টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের অবস্থা নিয়ে মুন্না ভাইয়ের ‘সার্কিট’ চরিত্রের একটি বক্তব্য দেন।
Ind journey in this WC!!#IndiaVsNewZealand pic.twitter.com/vznpUheOSW— Sarmad Moiz (@isarmadmoiz) October 31, 2021