Monday, April 15, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAনিউজার্সির প্যাটারসন সিটির কাউন্সিলম্যান ফরিদের শপথ

নিউজার্সির প্যাটারসন সিটির কাউন্সিলম্যান ফরিদের শপথ

 নিউজার্সির প্যাটারসন সিটি কাউন্সিলের মেম্বার হিসেবে শপথ নিলেন বাংলাদেশী আমেরিকান মোহাম্মদ ফরিদ উদ্দিন। ১ জুলাই অনাড়ম্বর এক অনুষ্ঠানে ফরিদ উদ্দিন শপথ নিয়েছেন। ১০ মে অনুষ্ঠিত নির্বাচনে স্কুল শিক্ষক ফরিদ উদ্দিন কাউন্সিল মেম্বার নির্বাচিত হন। এই সিটি কাউন্সিলে আরেকজন বাংলাদেশী আমেরিকান শাহিন খালিক (ভাইস প্রেসিডেন্ট, সিটি কাউন্সিল) রয়েছেন। 

একইসাথে প্যাটারসন সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে দ্বিতীয় টার্মের জন্যে শপথ নিয়েছেন আন্দ্রে সায়েঘ। শপথ গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্তকালে সিলেটের সন্তান ফরিদউদ্দিন পরম করুণাময়ের শোকরিয়া আদায়ের পর ভোটারগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। ফরিদ বলেন, এলাকার উন্নয়নের মধ্যদিয়ে ভোটারদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সচেষ্ট থাকবো। তিনি এলাকার বাংলাদেশী আমেরিকানদের অধিকার ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।

প্যাটারসন সিটির এক লাখ ৬০ হাজার বাসিন্দার উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছেন বাংলাদেশী। ইতিমধ্যেই এখানে স্থায়ী শহীদ মিনার ছাড়াও একটি সড়কের নাম হয়েছে ‘জালালাবাদ স্ট্রিট’।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments