Friday, March 29, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAনিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র বিজয় র‌্যালি ১৯ ডিসেম্বর

নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র বিজয় র‌্যালি ১৯ ডিসেম্বর

বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর রোববার নিউইয়র্কে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুস্ঠিত হবে। হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে বিজয় র‌্যালি, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজনে দিবসটি উদযাপিত হবে। এদিন দুপুর ২টায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিজয় শোভাযাত্রাটি ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুলের ম্যুরালের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হবে। এশিয়ান ড্রাইভিং স্কুল ম্যুরালের সামনেই অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন জানান, হৃদয়ে বাংলাদেশ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে সম্প্রতি ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে প্রস্তুতি সভা করেছে। সভায় বক্তারা মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানারে বিজয় র‌্যালিতে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
তিনি জানান, বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিজয় দিবসের প্রথম প্রহরে টাইম স্কয়ার অথবা ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের জাতীয় স্মুতিসৌধের প্রতিকৃতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
সাইদুর রহমান লিংঙ্কন বিজয় উৎসব সফলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্যে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments