নিউইয়র্কে ‘হারুন- ফাহাদ’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১১ এপ্রিল। নিউইয়র্কে উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত ধর্মীয় আমেজের এ ইফতার উৎসবে জেবিবিএ’র সদস্য ছাড়াও কমিউনিটির নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
সভাপতি হারুন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান ও কোষাধ্যক্ষ সেলিম হারুনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস, ডিস্ট্রিক্ট এ্যাটর্নী মেলিন্ডা কাটস, স্টেট সিনেটর জন ল্যু, এসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনসুর চৌধুরী, সহ-সভাপতি বাবু খান, মোহাম্মদ আলম নমি ও মো. আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন বাদশা, সদস্য কামরুজ্জামান বাচ্চু, আবদুল হামিদ, সাখাওয়াত বিশ্বাস, উপদেষ্টা এমকে রহমান মাহমুদ, রুহুল আমিন সরকার, পরিচালক কাজী মন্টু, আবুল ফজল দিদারুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, রাশেদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস বলেন, নিরাপত্তা ইস্যুতে গভর্ণরের দেয়া বরাদ্দ যথাযথভাবে কাজে লাগান হবে। ব্যুরোর প্রত্যেকটি মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছি। এখানে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে কোন হামলা বরদাশত করা হবে না। মূলধারার রাজনীতিকরা বলেন, ব্যবসায়ীরা জ্যাকসন হাইটস তথা নিউইয়র্ককে উন্নত করছেন।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের কথা উল্লেখ করে বলেন, আশা করি দু’দেশের এই সম্পর্ক ভবিষ্যতে আরও অর্থবহ হবে। তিনি বলেন, প্রবাসে এই সংগঠনটি বাংলাদেশি ব্যবসায়ী সহ কমিউনিটির স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এমকে রহমান মাহমুদ। ইফতারের পূর্বে মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী।