Thursday, November 30, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAনিউইয়র্কে সম্মিলিত ব্রঙ্কসবাসীর বিজয় দিবস উদযাপন ১৬ ডিসেম্বর

নিউইয়র্কে সম্মিলিত ব্রঙ্কসবাসীর বিজয় দিবস উদযাপন ১৬ ডিসেম্বর

নিউইয়র্কে সম্মিলিত ব্রঙ্কসবাসীর ব্যানারে বাংলাদেশের ৫১ তম মহান বিজয় দিবস উদযাপিত হবে আগামী ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার। দিবসটি উদযাপন উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেস পার্টি সেন্টারে বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত মুক্তিযোদ্ধা সম্মাননা, স্মৃতিচারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজনে দিবসটি উদযাপিত হবে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বিজয় দিবসের অনুষ্ঠানমালা সফল করতে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় একটি উদযাপন কমিটি গঠন করা হয়। উদযাপন কমিটির সদস্যরা হলেন: আহবায়ক কাওসারুজ্জাম কয়েস, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবু, এমবি তুষার, মোহাম্মাদ শামীম মিয়া, বিলাল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মোঃ সামাদ মিয়া জাকের, এমডি আলাউদ্দিন, সদস্য সচিব এ ইসলাম মামুন, যুগ্ম সদস্য সচিব কাজী রবিউজ্জামান, মোঃ জুয়েল, মিয়া মোহাম্মাদ দাউদ, নুরুল ইসলাম, রেজা আবদুল্লাহ স্বপন ও সারোয়ার চৌধুরী।
উপদেষ্টা আলমাস আলী, মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, জামাল হুসাইন, আব্দুল গাফফার চৌধুরী, আবুল হাসিম হাসনু, জুনেদ চৌধুরী, নজরুল হক, মঞ্জুর চৌধুরী জগলু, বোরহান উদ্দিন, আল ওয়াহিদ নাজিম, আব্দুল ওয়াহেদ চৌধুরী জাকি, ফারহান চৌধুরী, ফোরকান চৌধুরী, সাইদুর রহমান লিংকন, খবির উদ্দিন ভূইয়া, ফরিদা ইয়াসমিন, সৈয়দ সারফিন মোর্শেদ, কামাল উদ্দিন, আবুল খায়ের আকন্দ প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments