নিউইয়র্কে ব্রঙ্কসের লিঙ্কন হসপিটাল অডিটরিয়ামে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মে বৃহস্পতিবার বিকেলে ব্রঙ্কসের এফ আলী ফাউন্ডেশন, দারুস সালাম মসজিদ ও সাউথ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের উদ্যোগে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর মেম্বার শাহজাহান শেখের পরিচালনায় এবং মো. মুক্তাকাউলির সভাপতিত্বে মপ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টেট সিনেটর লুুইস সিপুলভেদা, এসেম্বলীওম্যান আমান্ডা সেপ্টিমো, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর চেয়ারপার্সন আর্লিন পার্কস, ড.

সারোয়াত কে আমির, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল আলম, আব্দুস সহীদ, এস এমবোর্স, মার্জিয়া স্মৃতি, মামুন শেখ, ইমাম ইব্রাহীম জাইলো, ইমাম ট্রুবেলি, আবু বাকের ইসাক প্রমুখ। মুসলিম কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মুসলমানদের রোজা ও ঈদের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। পরে খলিল বিরিয়ানী দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। কমিউনিটি বোর্ড মেম্বার শাহজাহান শেখ অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।