যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলায় উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা এমন হত্যাযজ্ঞ বন্ধে এখনই অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কার করার ওপর জোর দিচ্ছেন। এই পরিস্থিতিতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বন্দুক কেনার বয়সসীমা ১৮-২১ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, বন্দুক কেনার বয়সসীমা ১৮-২১ বছর করতে চান। টেক্সাসে বন্দুক হামলার ঘটনার প্রতিক্রিয়ায় ক্যাথি হোকুল বলেছেন, ‘আমি কোনভাবেই ভেবে পাই না, ১৮ বছর বয়সী কেউ কেন আগ্নেয়াস্ত্র কিনতে পারবে? এটা কি বন্দুক কেনার সঠিক বয়স?
তিনি আরও বলেন, ‘আমরা বাফেলো ও টেক্সাসে যা দেখলাম, তা থেকে শিক্ষা নেওয়া উচিত। নিউইয়র্ক বাসীকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমি শান্তিতে ঘুমাতে পারব না।’ সুত্রঃ বাংলা নিউইয়র্ক