নিউইয়র্কে যথাযোগ্য ধর্মীয় উৎসব আয়োজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ১৫ এপ্রিল শুক্রবার সংগঠনটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নর্থ বেঙ্গল ফাউন্ডেশন বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ কমিউনিটি নেতৃবৃন্দ এতে অংশ নেন।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ ও ইভেন্ট কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল জাজ এটর্নী সোমা সাইয়েদ, ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিক, সাবেক

সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারীতে এসেম্বলীম্যান প্রার্থী মিজান চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট রুহুল আমিন সরকার, আতোয়ারুল আলম, এউচ এম মতিন, আবু কামাল পাশা, কামরুজ্জামান কামরুল প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং ইফতারের পূর্বে মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

বক্তারা বলেন, এধরনের আয়োজন প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষ্টি-কালচার ও ধর্মীয় ঐতিহ্য ধারনে উদ্দিপ্ত হবে।

অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদারের এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন সহ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দকে আয়োজন সফল করার জন্য ধন্যবাদ জানান।