নিউইয়র্কের ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী আয়োজিত ইফতার মাহফিল জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ যোগ দেন।
ইফতার মাহফিলে অ্যাটর্নি মঈন চৌধুরী তাঁর সঙ্গে মিডিয়া কর্মীদের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, আপনাদের সহযোগিতা আছে বলেই আমি কমিউনিটির মানুষের জন্য কিছুটা হলেও দায়িত্ব পালন সুযোগ পেয়েছি। আইন পেশায় আমার চলার পথে আপনাদের সমর্থন আমাকে অনেক দূর নিয়ে যাবে। শেষে মুসলিম উম্মাহসহ সারা বিশ্বের শান্তি কামনা করে দোয়া করা হয়।