নিউইয়র্কে কুইন্স টুগেদার এর উদ্যোগে কুইন্স বয়েজ এন্ড গার্লস ক্লাবের পার্কিং প্লেসে এস্টোরিয়ার ৫০০ পরিবারকে গ্রোসারী সামগ্রী বিতরণ করেছে গ্রীণ টপ ফারমস। গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ইভেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিল এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি।
এসময় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ, সাধারন সম্পাদক মো. জাবেদ উদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ঐদিন বিকেলে এস্টোরিয়ার ৩৬ এভিনিউতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ১৫০ পরিবারকে গ্রোসারী সামগ্রী বিতরণ করে। এসময় সংগঠনের সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠি হয়।
এতে আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদ তরফদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, প্রচার সম্পাদক রাজু আহমদ, এম আর সেলিম, বক্সার মোহাম্মদ সেলিম, শিপলু আহমদ, আলমগীর আহমদ, শমশের আলী, মোহাম্মদ আবদুর রাশীদ, আক্তার হোসেন লিটন, কাজল প্রমুখ। সংগঠনের মুখপাত্র জাবেদ উদ্দিন বলেন, যতদিন করোনা প্রকোপ থাকবে ততদিন আমরা খাদ্য সামগ্রী বিতরণের চেষ্টা করবো।