Sunday, March 26, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAনিউইয়র্কে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের অভিষেকে সিনেটের ম্যাজরিটি...

নিউইয়র্কে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের অভিষেকে সিনেটের ম্যাজরিটি লিডার চাক শুমার

 যুক্তরাষ্ট্রে এশিয়ার ৮ দেশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে গত ২৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় বর্ণাঢ্য এ অভিষেকে প্রধান অতিথি ছিলেন মার্কিন সিনেটের ম্যাজরিটি লিডার সিনেটর চাক শুমার। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দীন। ব্রঙ্কস চ্যাপ্টারের নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভিদা, এসেম্বলীওম্যান কারিনাজ রেইজ ও নেতালিয়া ফ‍্যারনেন্ড‍্যাজ, কাউন্সিলওমেন আমান্ডা ফারিয়াজ পিয়ারিনা স‍্যানসেজ এবং মারজুরি ভেলাজকুজ প্রমুখ। 

ব্রঙ্কস চ্যাপ্টারের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হকের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সেক্রেটারী ইব্রাহিম বারো ভূইয়ার পরিচালনায় বর্ণাঢ্য এ অভিষেক অনুষ্ঠানে অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসাল ন্যাশনাল কমিটির সাধারণ সম্পাদক করীম চৌধুরী, উইমেন্স কমিটির চেয়ার শাহানা বেগম, আসন্ন নির্বাচনে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ৪ থেকে ইউএস কংগ্রেসম্যান প্রার্থী ও লং আইল্যান্ড চ্যাপ্টারের সভাপতি ডা. মুজিবুল হক, আলবেনি চ্যাপ্টারের সভাপতি প্রফেসর মিজানুর রহমান, ব্রঙ্কস চ্যাপ্টারের উপদেষ্টা মোহাম্মদ এন মজুমদার, হাসান আলী, আব্দুস সহীদ, মো: খলিলুর রহমান, এ ইসলাম মামুন, পলিটিকেল ডিরেক্টর এম, ডি, আলাউদ্দিন, কর্মকর্তা সামাদ মিয়া জাকের, মাসুদ রহমান, বিলাল ইসলাম, আবু নোমান রহমান, বশির মিয়া, নূর ফয়সল, জোবায়দা রোজি, মো: নাসির মিয়া, ইউথ কমিটি ভাইস চেয়ার আরিফ রেজা, সিপিএ জাকির চৌধুরী প্রমুখ।

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা সিনেটর চাক শুমার অ্যাসাল’র ভূয়সী প্রশংসা করে বলেন, অ্যাসাল সংগঠিত শক্তির প্রতীক। শক্তিশালী আমেরিকা বিনির্মাণে সংগঠনটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আমেরিকান অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করার জন্য অ্যাসাল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, দক্ষিণ এশীয়রা আমেরিকান জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তাদের ছাড়া আমরা আজকের মতো বৈচিত্রময় হতে পারতাম না। তাদের প্রয়োজনে সম্ভাব্য সবকিছুই করব আমরা।

অনুষ্ঠানে অ্যাসাল প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দীন তার বক্তব্যে বলেন, আমেরিকায় দক্ষিণ এশীয়দের বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়নসহ কমিউনিটি এবং মূলধারার মধ্যে সেতুবন্ধপন কাজ করছে অ্যাসাল। তিনি বলেন, মূলধারার স্থানীয় ও জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে অ্যাসাল। ভবিষ্যতের সকল নির্বাচনই ইমিগ্র্যান্ট কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাসাল ইমিগ্র্যান্ট কমিউনিটির স্বার্থের প্রতি লক্ষ রেখে সে বিষয়ে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশীসহ সাউথ এশিয়ানরা যাতে মার্কিন সংবিধান প্রদত্ত সুযোগ-সুবিধা ভোগ করতে সক্ষম হন সে লক্ষে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে অ্যাসাল। এজন্য অ্যাসাল সদস্য ছাড়াও ইমিগ্র্যান্ট কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
বক্তারা অ্যাসাল’র কর্মকান্ডের প্রশংসা করে বলেন, দক্ষিণ এশীয় কমিউনিটিকে শক্তিশালী করার লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংগঠনটি। তারা অ্যাসাল’র সার্বিক সহযোগিতা কামনা করে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বক্তারা দেশব্যাপি অ্যাসালের অসাধারণ ভূমিকার কথা উল্লেখ করে দক্ষিণ এশিয়ানদের স্বার্থে অ্যাসাল-এর কর্মকান্ডে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments