নিউইয়র্কের জ্যাকসন এলাকার প্রসিদ্ধ ডিজাইন সেন্টার গ্রাফিক্স ওয়ার্ল্ডে বিশেষ ইফতার পার্টিতে যোগ দিলেন বাংলাদেশী বিশিস্ট বিশ্ব পর্যটক কাজী আসমা আজমেরী। সুপরিচিত ডিজাইনার ও জ্যাকসন এলাকাবাসী সংগঠন সভাপতি সাকিল মিয়া কাজী আসমাকে সাদর অভ্যর্থনা জানান।
কাজী আসমা তাঁর ১২৫তম দেশ ভ্রমন করে তুরস্ক হয়ে নিউইয়র্ক এলেন ২২ এপ্রিল। একইদিন কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে সাক্ষাত ও কুশল বিনিময় হয়। ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় জাকারিয়া মাসুদ জিকুর আইবিআইটিভি আয়োজিত এক বিশেষ ইফতার পার্টিতে তাঁর যোগদান ছিলো এক বিশেষ উপস্থিতি।

গ্রাফিক্স ওয়ার্ল্ডে কাজী আসমার জন্য বিশেষ প্রীতি সম্মিলনে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানান বিশিস্ট একটিভিস্ট গোপাল সান্যাল। বিশিস্টজনদের ভেতর আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ, শিল্পী রাগীব আহসান, খ্যাতনামা সাংবাদিক ও লেখক মনিজা রহমান, মিডিয়া ব্যক্তিত্ব আইরিন রহমান, সংগীত শিল্পী জনি এবং অনেকে।

কাজী আসমা আজমেরী নিউইয়র্কের বাংলাদেশ ক্লাব ইউএসএ পরিদর্শনে গেলে ফুলেল তোড়া দিয়ে সংবর্ধনা জানান প্রেসিডেন্ট নুরুল আমিন বাবু। এই সময় আরও উপস্থিত ছিলেন বিশিস্ট টিভি ব্যক্তিত্ব হাসানুজ্জামান সাকি, সাংবাদিক এমডি হামিদ ও গোপাল সান্যাল।