বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার এবং ডিস্ট্রিক্ট লিডার ইলেক্ট মোফাজ্জল হোসেন। গত ১ নভেম্বর সোমবার রাতে ওজন পার্কের আল মদীনা পার্টি হলে ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে উপস্থিত হয়ে তারা ‘নয়ন-আলী’ প্যানেলের প্রতি তাদের সমর্থনের ঘোষণা দেন। এসময় ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।
বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাস্কৃতিক সমিতি ইউএসএ’র নির্বাচিত সভাপতি ও ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি বদরুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাস্কৃতিক সমিতি ইউএসএ’র উপদেষ্টা হারুন উর রশিদ, কবি-গীতিকার গৌস খান, সমীর উদ্দিন, আলম মাস্টার, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মূলধারার রাজনীতিক মিসবা আবদীন, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, বজলুর রহমান, মাহমুদ আলম প্রমুখ।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ‘নয়ন-আলী’ প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আলী ইমাম শিকদার, ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আবু নাসের, মেম্বার সেক্রেটারী বাবুল চৌধুরী, জয়েন্ট মেম্বার সেক্রেটারী মাকসুদ আহমেদ চৌধুরী, সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি প্রার্থী মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট আতিকুল হক আহাদ। সমাবেশে কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার বলেন ‘নয়ন-আলী’ প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশী কমিউনিটি আরও অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবে। এ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার এবং সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন) সহ অন্যান্যরা তাদের কার্যক্রমের মাধ্যমে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।
অন্যান্য বক্তারা বলেন, ওজনপার্ক কেন্দ্র হচ্ছে বাংলাদেশ সোসাইটির বিজয় নির্ধারক। এ কেন্দ্রে বিজয়ীরাই চূড়ান্তভাবে বিজয়ের মালা ছিনিয়ে নেবে। ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতির উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, ওজনপার্ক ‘নয়ন-আলী’ প্যানেলের ঘাঁটি। সোসাইটিকে নেতৃত্ব দিতে ‘নয়ন-আলী’ প্যানেলের বিকল্প নেই উল্লেখ করে এই প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বদরুল হোসেন খান বলেন, নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটি কমিউনিটিকে কাঙ্খিত লক্ষে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।
‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আবু নাসের বলেন, আসন্ন নির্বাচনে সকলের সহযোগিতায় ওজনপার্কে সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হয়ে ‘নয়ন-আলী’ প্যানেল চূড়ান্তভাবে জয়ী হবে ইনশাল্লাহ। এজন্য সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।
সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন সকলের উপদেশ ও পরামর্শ কামনা করে বলেন, নির্বাচিত হলে নির্বাচনী ইশতেহারের বাইরেও সোসাইটির কল্যানে অনেক কিছু করার উদ্যোগ নেয়া হবে।
আব্দুর রহীম হাওলাদার বাংলাদেশ সোসাইটি ইনক’র উল্লেখযোগ্য কার্যকমের বিবরণ তুলে ধরে বলেন, ‘নয়ন-আলী’ প্যানেল বিজয়ী হলে সোসাইটিকে অন্য উচ্চতায় নেয়া সম্ভব হবে।
সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে নিয়মিত প্যারেড অনুষ্ঠানের ব্যবস্থা সহ কমিউনিটির কল্যাণে নানামুখি উদ্যোগ নেয়া হবে। সোসাইটির কার্যক্রমে নতুন দিগন্তের সুচনা হবে।
সমাবেশে আলী ইমাম শিকদার নির্বাচনের দিন ‘নয়ন-আলী’ প্যানেলের পরিচালনা কমিটি ও সমর্থকদের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়ে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানান।
আসন্ন নির্বাচনে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত এ নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।