Sunday, September 24, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAনিউইয়র্কে শ্রদ্ধা-ভালোবাসায় ব্রঙ্কস সিনিয়র সিটিজেন ফোরাম (বিএসসিএফ) এর মেমোরিয়াল ডে উদযাপন

নিউইয়র্কে শ্রদ্ধা-ভালোবাসায় ব্রঙ্কস সিনিয়র সিটিজেন ফোরাম (বিএসসিএফ) এর মেমোরিয়াল ডে উদযাপন

 নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি শ্রদ্ধা-ভালোবাসায় মেমোরিয়াল ডে উদযাপন করেছে। গত ২৯ মে সোমবার ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার ইউনিয়নপোর্ট রোডে ব্রঙ্কস সিনিয়র সিটিজেন ফোরাম (বিএসসিএফ) নানা আয়োজনে দিবসটি পালন করে।

মেমোরিয়াল ডে উদযাপন কমিটির সম্পাদক কাজী রবি-উজ-জামানের পরিচালনায় এবং সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ। স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক লিয়াকত আলী।
বিশেষ অতিথি ছিলেন মজুমদার ফাউন্ডেশনের সভাপতি মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন. মজুমদার ও আমেরিকা বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আব্দুস শহীদ।
আরও আলোচনায় অংশ নেন কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল রহিম বাদশা, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, হাসান আলী, জামাল হোসেন, ইব্রাহিম বারো ভূইয়া, জামাল উদ্দিন আহমেদ, কামাল মন্ডল, হুমায়ুন কবির, কামাল উদ্দিন, রেজা আবদুল্লাহ প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট তোফায়েল আহমেদ চৌধুরী, হাফিজুর রহমান, মোঃ মফিজ উদ্দিন মাসুম, নুরে আলম জিকু, মোঃ কাইউম, মইজুর জুয়েল লস্কর, শরীফ হোসেন, খলিলুর রহমান, আবুল খায়ের আখন্দ, এ ইসলাম মামুন, হোসেন আহমেদ মজুমদার, মকবুল মিয়া, মোঃ মঞ্জু চকদার, আবদুস সোবহান মন্ডল, মোহাম্মদ উদ্দিন, মোঃ কামাল উদ্দিন পাটোয়ারী, মিয়া মোহাম্মদ দাউদ, মোঃ গোলাম সোলেমান, বদরুল আলম, বদরুল হক, সংগীত শিল্পী নুরুল ইসলাম সুজন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, পারভিন আক্তার, সুবেদার সফি উল্লাহ, আবদুল করিম মিয়া, আসরাফ আলী, মামুন-উর-চৌধুরী, আজাহের হোসেন, লুৎফুর রহমান, মতিউর রহমান, মোহাম্মদ জাহিদ মিয়া, কাজী আজিমুল আহসান প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মঞ্জু চকদার। পবিত্র গীতা পাঠ করেন সুধাংশু কুমার মন্ডল।
অনুষ্ঠানে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সকলের পক্ষ থেকে সুধাংশু কুমার মন্ডল সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দেশাত্মবোধক গান পরিবেশন করেন জামাল উদ্দিন আহমেদ, সুবেদার ইব্রাহিম হোসেন ও লিয়াকত আলী। কবিতা আবৃত্তি করেন সুধাংশু কুমার মন্ডল।
উল্লেখ্য, মে মাসের শেষ সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে পালন করা হয়। এবার ব্রঙ্কস সিনিয়র সিটিজেন ফোরাম (বিএসসিএফ) প্রথমবারের মত ২৯ মে সোমবার মেমোরিয়াল ডে পালন করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments