Wednesday, October 4, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAনিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র বাংলাদেশের বিজয় দিবস ও নববর্ষ উদযাপন

নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র বাংলাদেশের বিজয় দিবস ও নববর্ষ উদযাপন

 নিউইয়র্কে নতুন প্রজন্মের অংশগ্রহণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের বিজয় দিবস ও নববর্ষ উদযাপন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজবাড়ীবাসী। ৩০ ডিসেম্বর জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্ট পার্টি সেন্টারে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ আয়োজিত বর্ণিল এ উৎসবে ছিল বিজয়ের আলোচনাসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। রাজবাড়ীবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বপরিবারে যোগ দেন এ উৎসবে।

বিশিষ্ট সমাজসেবক সংগঠনের সিনিয়র সহ সভাপতি, ইভেন্ট কমিটির কনভেনর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য মোহাম্মদ ইসলাম রফিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যায় কলেজের সাবেক ভিপি মাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ইসমাইল হোসেন স্বপন, বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতির প্রাক্তন উপদেষ্টা কেএম জামিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোকসেদুল মাওলা দুলাল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলার সৈয়দ নাজমুল হাসান, অধ্যাপক আরিফুজ্জামান আরিফ।
ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রনজুরুল হক শামীম ও সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে রাতের ডিনারের আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলকে এপিটাইজারে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সুন্দর আয়োজনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য ইভেন্ট কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উপস্থিত সদস্যরা তাদের পরিবারের উচ্ছ্বসিত ও প্রাণোচ্ছ্বল উপস্থিতি অনুষ্ঠানকে সার্থক ও সফল করেছে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠান থেকে সংগঠনের সদস্য সহ করোনায় নিহতদের আত্মার মাগফিরাত ও বিশ্বের সকল মানুষের সুস্থ, নিরাপদ জীবন কামনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ আবদুস সালাম সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরে এতে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ রাজবাড়ীবাসীকে ধন্যবাদ জানান। সংগঠনের উদ্যোগে ভবিষ্যতে আরো বড় ধরণের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এতে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ রাজবাড়ীবাসীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
রাজবাড়ীবাসীর এ মিলন মেলায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। শিল্পীদের মধ্যে ছিলেন আতিক, করিম, সুনিয়া প্রমুখ। আবৃত্তি করেন ফেরদৌসী সুলতানা ও আরিফুজ্জামান আরিফ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments