Sunday, October 1, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAনিউইয়র্কে বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ নিহত ৫

নিউইয়র্কে বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

স্থানীয় সময় শনিবার ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালিতে একটি বাড়িতে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের।

পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে একটি আবাসিক বাসভবনে আগুনের খবর পাওয়া যায়।

আগুনে পুড়ে যাওয়া বাড়িটির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে খবর পেয়ে পুলিশসহ উদ্ধারকারীরা ঘটনাস্থলে যায়।

কিন্তু ভবনটিতে প্রবেশের জন্য অসংখ্যবার প্রচেষ্টা চালানো হলেও তা সম্ভব হয়নি। ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও তারা ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে পারেনি।

পরে নিহতদের মৃতদেহ বাড়ির বিভিন্ন তলায় পাওয়া যায়। নিহত তিনজনের লাশ বাড়ির দ্বিতীয় তলায় এবং দুজনের লাশ প্রথম তলায় পাওয়া যায়। আগুনে ওই বাড়ির কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মী আহত হয়েছেন এবং তাকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় আরও পাঁচজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আগুন ছড়িয়ে পড়লে এক পুরুষ দ্বিতীয় তলার পেছনের জানালা দিয়ে লাফ দিয়েছিলেন। আগুন লাগার কারণ ও উৎস তদন্ত করছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments